জ্যোৎস্নায় অজানা পথ চলা ! এখানে আছে যে মোর ভালোবাসা ........ মুখ ও মুখোশ প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র । ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের আগস্ট ৩ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)।
এটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং খুলনায় একযোগে মুক্তি পায়। সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়।
ইনাম আহমেদ - মুখ্য পুরুষ চরিত্র
আব্দুল জব্বার খান - দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র
পূর্ণিমা সেনগুপ্ত - প্রধান নারী চরিত্র
জহরত আরা। (তখন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী )
পিয়ারী বেগম। (তখন ইডেন কলেজের ছাত্রী )
রহিমা খাতুন।
বিলকিস বারী।
আমিনুল হক। (তখন ঢাকা বেতার কেন্দ্র-এ চাকুরীরত )
ডাউনলোড ::
লিংক :: https://www.youtube.com/watch?v=mNwvguw5n1Q
লিংক :: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।