রাজা কয়েকদিন ধইরা কাছের জিনিস ঝাপসা দেখি। আগে একটু চেষ্টা করলে তাও দেখতে পারতাম। ব্যপারটা মাস খানেক হইলো সমস্যা করতাছে। ইদানিং চোখ টোখ কচলাইয়াও পরিস্কার দেখতে পারি না। আজকে সকালে আমি তাজ্জব!!! লিখতে গিয়া কলমের নিপ পরিস্কার দেখতে পারি না। যতই ফোকস করি তাও আউট অব ফোকাস ঝাপসা। ৩০ মিনিটের মতো ট্রাই করলাম বিভিন্ন এঙ্গেলে/ পজিশানে একই ব্যাপার আউট অব ফোকাস। বুঝলাম বুড়া হইয়া গেছি আজকে ভাবতেছি ডাক্তারের কাছে যামু - একটা http://www.bupa.com.sa এর ইসন্সুরেন্স কার্ড আছে । আগে প্রতি বছরে ইন্সুরেন্স কার্ড ভাঙ্গায়া সানগ্লাস কিনছি ( প্রতি বছর আই গ্লাস কভারেজ ২৫০রিয়াল )মানে ২৫০ রিয়ালে উপরে যা লাগতো তা নিজের দিতে হইতো এই বছরে মিস হইবে মনে হইতেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।