যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই তিন মাস আমাদের জন্য ক্রুশিয়াল। ’ তিনি বলেন, আগামী ঈদ ও বর্ষা মৌসুমের আগেই দেশের সব অসমাপ্ত সড়কের কাজ শেষ করা হবে। যে রাস্তাগুলোর কাজ চলছে, যেগুলো জরাজীর্ণ ও জনগণের ভোগান্তির কারণ, সেই রাস্তাগুলো শিগগিরই মেরামত করা হবে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় সড়কের কাজ পরিদর্শন করে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক সংস্কারকাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, রাস্তার মেরামতকাজে যেসব ঠিকাদার যুক্তিযুক্ত কারণ ছাড়া কাজে দেরি করবেন, তাঁদের কালো তালিকাভুক্ত করা হবে। যেসব প্রকৌশলী কাজে গাফিলতি করবেন, তাঁদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশের কোনো রাস্তাই জনগণের চলার অনুপযোগী নয়।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে এই সরকারের মেয়াদ থাকতেই দেশের রাস্তাগুলো জনগণের চলাচলের উপযোগী করব। ’ এ সময় সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুর এবং কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।