আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলকে বাদ দিয়ে ছাত্রশিবিরের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ফোরামের ঘোষণা

ছাত্রদলকে বাদ দিয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুরে অনেকটা গোপনীয়ভাবে বিএনপি-জামায়াতের নেতৃত্বধীন ১৮ দলীয় জোট ও সমমনা কয়েকটি দলের ছাত্র সংগঠনকে নিয়ে বৈঠক করে শিবির। এ বৈঠকে ৯টি ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে আবারো প্রমাণিত হলো, আন্দোলন ইস্যুতে ছাত্রদল ও ছাত্রশিবির এক প্লাটফর্মে আসতে পারছে না। ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, শিবিব থাকবে এ রকম কোনো ঐক্যে ছাত্রদল থাকবে না।

বৈঠকে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হলেও তারা কোনো সাড়া দেয়নি। শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়া বাংলানিউজকে বলেন, ‘‘ছাত্রদলকে বাদ দিয়ে নয়, বরং তাদেরকে একসঙ্গে নিয়ে ছাত্র ঐক্য গড়তে চায় শিবির। ছাত্রদলের আগের কমিটিকেও আহ্বান জানানো হয়। তারা কোনো সাড়া দেয়নি। নতুন কমিটি গঠনের পর শনিবারের বৈঠকেও যোগদান করার জন্য আহবান জানানো হয়।

কিন্তু এবারও তারা কোনো সাড়া দেয়নি। ’’ সূত্র জানায়, নামসর্বস্ব এসব সংগঠন নিয়ে ছাত্রশিবির আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করছে। বৈঠকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন, সেক্রেটারি আবদুল জব্বার, ইসলামী ছাত্র মোর্চার কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল আজিজ, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আতহারী, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় আহ্বায়ক এস এইচ খান আসাদ, লেবার পার্টি ছাত্র ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল ইসলাম সুরুজ, বিকল্প ছাত্র ধারার সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বাংলাদেশ ছাত্র কল্যাণ পার্টির সদস্য সচিব এস এম আল আমিন ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বায়তুল মাল সম্পাদক কামরুল ইসলাম খান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।