আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিঙ্ক এর বিভ্রান্তিকর প‌্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই..!

আমি বারান্দাতে দাড়িয়ে চেয়ে থাকি রাস্তার সোডিয়াম লাইট গুলোর দিকে সব মোবাইল কোম্পানির কল রেট ১০/সেকেন্ড করার পর আজ আমার বাসার বাংলালিঙ্ক নাম্বারটার কি করা যায় দেখতে ওদের ওয়েব পেজ এ গিয়ে আমার তো মেজাজ খারাপ..! ওদের একই ধরনের দুইটা প‌্যাকেজ আছে। একটার নাম " বাংলালিঙ্ক দেশ এক রেট " ও আর একটার নাম " বাংলালিঙ্ক দেশ এক রেট দারুন " প্রথমটার রেট ১৮ পয়সা প্রতি ১০ সেকেন্ড অর্থাৎ ১.০৮ পয়সা প্রতি মিনিট। দ্বিতীয়টার রেট ১৪ পয়সা প্রতি ১০ সেকেন্ড অর্থাৎ ৮৪ পয়সা প্রতি মিনিট। ৪ পয়সার পার্থক্য ছারা আমি আর কিছু খুঁজে পেলাম না। অন্য কোন পার্থক্য না থাকলে " বাংলালিঙ্ক দেশ এক রেট " প‌্যাকেজ রাখার প্রয়োজন জানতে অনলাইন চ্যাট সার্ভিসে লগ ইন করলাম। অতপর কোন প্রকার সদুত্তর না দিতে পেরে আমাকে জানালো ৭৮৯ হেল্থ লিঙ্ক সার্ভিসে যোগাযোগ করতে। বুঝলাম না..! ওদের কি ধারনা আমার মাথা পুরায় আওলা হয়ে গেছে..!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.