জাগরনের ডাক শোনা যায়....................... সাভারে রানা প্লাজায় ফাটল দেখা গিয়েছিল গত দুই/তিন দিন আগে । আজ তা ধ্বসে শুরু হল লাশের মিছিল। আজ শ্রমিকদের লাঠিপিটা করে ঐ ভবনে ঢুকানো হলো শুধুই খুন করার উদ্দেশ্যে। খুন হল – খুন হচ্ছে শত শত মানুষ। আহত হাজারো।
গার্মেন্টস এর মালিক, ভবনের মালিক এবং জড়িত সকলকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গলা ফাটিয়েছি, শাহবাগে কাটিয়েছি দিনের পর দিন। সরকারও সচেষ্ট যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে। আমার কাছে আজকের এই খুনের বিচার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির মত সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আজ এই প্রকাশ্য খুনের বিচার যদি সরকার এই মেয়াদে না করে তবে আমি এর জবাব দিব আগামী র্নিবাচনে।
আমি প্রস্তুত আর আপনি??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।