আমাদের কথা খুঁজে নিন

   

অবেলায় সবুজ অথবা মেঘ বালিকা এবং শূন্য কবিতার খাতা

Bringing about gentle and painless death from incurable Death. অবেলায় সবুজ অথবা মেঘ বালিকা অবেলায় সবুজের প্রাচুর্য, যত্নে খুলি ভাঁজ মনোমুগ্ধকর আলোক শোভা মনে কেবল হিংস্রতা! তন্ময় চোখ; ঈশ্বর খুঁজে নীলাকাশ নাভীমূলে ভীষণ জ্বালা জীবনের তপ্ত গন্ধে উড়ে যায় বুনোহাস! ধূসর চোখে প্রকট হাসি তুমুল রাত্রির খসে একটি, দু'টি তারা মেঘ বালিকা- তোমার রোদ্দুর চোখ ওতেই সর্বহারা। শূন্য কবিতার খাতা সিগার ফুঁকে যাই একে একে... নিঃশব্দ রাতে তারাদের ফিসফিস কবিতার খাতায় কলম শব্দ খুঁজে যায়। ঘুমঘোরে বারান্দায় ঝুলছে চাঁদ জ্যোৎস্নার মায়া বরণ নকশি কাঁথা ভ্যান্টিলেটর পরে... যৌণ ক্ষুধা ছড়িয়ে পরে নীল বিছানায়! পাশ ফিরে শুয়ে আছে পাশ বালিশ বিষাক্ত ধোঁয়ায় ঝাঁকড়া চুলো কুয়াশা নোঙর করে অনিন্দ্রা... বিগ ব্যানের নাম পাল্টে যায় তবু নিশাচর কাটা। আলতা রাঙ্গা সূর্য উঠে... তাও শূন্য কবিতার খাতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।