আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসো... অবেলায়

আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি।আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আমিতো ছিলাম একাকি,আনমনা, নিজের মত করে কাটাচ্ছিলাম বৈচিত্রহীন সাদাকালো দিন আর নিঃশব্দ ঘুমের রজনীগুলো... আড্ডা-বন্ধু-গান...এই তো ছিল আমার সংকীর্ণ জগৎ, গৎবাঁধা রূটিনের চরকিতে হারিয়ে যাচ্ছিলো সময় ; হঠাৎ কে তুমি কোথা থেকে এসে সব এলোমেলো করে দিয়ে গেলে? অজানা এক ভাল লাগায় আমার বোধ আচ্ছন্ন,ধূসর রঙচটা সব কিছু কি আশ্চর্য বর্ণময় হয়ে উঠে নিমিষে, বুকের ঠিক বাম দিকে অব্যক্ত এক অনুভূতি... তোমাকে দেখি আমি আড়াল থেকে,মুখোমুখি কথা বলি প্রায় অবিশ্বাস্য সাবলিলতায়,আমি তাকিয়ে থাকি ,অক্লান্ত ভাবে,তোমাকে দেখার অদ্ভূত আকাংক্ষা আমার ভিতরের সব কিছুকে প্রায় দুমড়েমুচড়ে দিয়ে যায়;আমি তোমাকে কিছুই বোঝাতে পারিনি। এতো কাছে থেকেও তুমি যেন ছিলে কাঁচের দেয়ালের ওপাশে,দেখি কিন্তু ছুঁতে পারিনা , রাত্রিগুলো বিনিদ্র,অন্ধকারের বাদুড়ের মত চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকা, অদৃশ্য অশ্রু আমার চোখের কোণেই শুকিয়ে যায়... হঠাৎ একদিন মাথাচাড়া দিয়ে উঠে অস্তিত্বের বোধ, কেন অকারণ এই স্ব-নির্যাতন? না,তুমি যদি আমাকে ফিরিয়ে দেও আমি ধবংস হয়ে যাব না; হাহাকার চিড়ে দিয়ে যাবে হয়তো এই ভিতরটা,কিন্তু আমি ভেঙ্গে পরব না । তারপরই তুমি হারিয়ে গেলে আমার চারপাশ থেকে, মহাকালের যেন এক নির্মম পরিহাস,আমাকে নিয়ে; তোমাকে আমি খুঁজেছি সর্বত্র,কোথায় তুমি? এভাবে এই দমবন্ধ পুঁতি পৃ্থিবীতে আমাকে একা রেখে? জানো,অনেক খুজেছি তোমায়, ক্লিষ্ট পদযুগল কে দেইনি এনদন্ড বিশ্রাম, আমার লোনা ধরা হাতের ত্বক আমাকে কটাক্ষ করে গেছে অবিরাম, আমি হাল ছাড়িনি। তুমি ফিরে এসো,অবেলায়, আমি একাকি দাঁড়িয়ে থাকবো এই ধুলিময় পথের শেষ মাথায়, আমাকে সেখানে দেখতে না পেলে রাতের আকাশের হাজার তারার ভিরে জেনে রেখো, একটি তারা ঠিকই হাতছানি দিচ্ছে তোমায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.