আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ছাড়া........

মন কেনো কান্দেরে--- গতকাল বইয়ের তাকে ধূলো ঝারতে গিয়ে ডিকশনারির মধ্যে তোমার সেই হারিয়ে যাওয়া রুমালটা খোঁজে পেলাম...... রুমালের কোনায় এমব্লয়ডারি করা দুটো অক্ষর... এই দুটো অক্ষরের আজ আর আমার কাছে কোন মানে নেই... আমাদের ঝালমুড়ি ওয়ালাটা প্রায়ই তোমার কথা বলে, এখনও সে একই রকম মুড়ি মাখে, স্বাদটা একটুও পাল্টায়নি... আর তুমি??? গতকাল থেকে শুরু হয়েছে ঝুম ঝুমিয়ে একটা বৃষ্টি সেই অবিরাম ধারায়... ভেজা পথের বুক থেকে ধুয়ে গেছে আমাদের হাটা পথের অগুনতি গল্প,, কিছু গল্প তোমার সঙ্গে পাড়ি দিয়েছে সাগর পাড়ে, কিছু গল্প পরে রয়েছে অযত্নে আমার চিলে কোঠার ঘরটায়... কেউ না জানুক তুমিতো জানো সে সব গল্প হলেও সত্যি....!! ভাল আছো কি না জানতে চাইবনা.... ভাল থাকাটা তো আপেক্ষিক... তাইনা? ভাল আছি কি না তুমিও জানতে চেওনা......... জানইতো ভাল থাকাটা আমার অভ্যাস নিঃসন্দেহে ভাল আছি........... .....এই তোমাকে ছাড়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.