সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে আমার ঠাই এত রঙ ফেলে কোথায় যাই ছেলেটা একা দাঁড়িয়ে সেখানেই কি যেন কি নেই আজ তার মাঝে তবে কি অনেক দেরি হয়ে গেছে তুমিও আজ নেই পাশে লাগছে কি চেনা গল্পটা তোমার? পড়ছে কি মনে ভুলগুলো আমার? আজ কেন শুন্যতা এ হৃদয় জুড়ে করছে ভীষন অনুভব তোমার অস্তিত্বের আজ কেন আমার বড় একা লাগে হয়নিতো এমন এর আগে মেয়েটা একা আধার ঘরে কি যেন কি ভাবে স্তব্ধ হয়ে ভালবাসায় আজ সে হেরে গেছে আমিতো বুঝিনি আগে কতটা অবুঝ হয়েই বুঝিনি তোমায় শুধু শুধুই বেসে গেলে ভালো যে আমায় দেরী করেই বুঝলাম দেরী হয়েই গেছে তুমি কি আজও বেসে যাও ভালো অবুঝ মানবটিকে আজ কেন ভয় এ হৃদয় জুড়ে তবে কি আর হবে না দেখা "বন্ধু" তোমার সাথে আজ কেন আমার বড় একা লাগে তুমিও আর নেই পাশে জানবে কি আমায় নতুন করে? ফেরাবে কি আমায় পোড়াতে নিজেকে? আজ কেন শুন্যতা এই হৃদয় জুড়ে করছে ভীষন অনুভব তোমার অস্তিত্বের আজ কেন আমার বড় একা লাগে হয়নিতো এমন এর আগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।