আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে কি কাছে ফিরে ?

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে কত ভালবাসা দিয়েছি তোমাকে; প্রেম না দিয়ে করেছো ঘৃণা আমাকে। তবুও তোমায় ভুল আমি বুঝিনি; এই বুকে বাঁধিয়েছি তোমার ছবি। ভুলিনী প্রেম গুলো তোমাকে দেওয়া; ছিঁড়িনি চিঠি গুলি তোমাকে লেখা। তবুও তুমি আসবে কি কাছে ফিরে; বাসা বাঁধবে কি আমায় ঘিরে। তোমায় ঘিরে দেখা স্বপ্ন গুলো হারিয়ে গেছে আজ আঁধারে; তুমি না জানলেও আমি জানি তুমি বাসতে ভাল আমাকে।

তোমার বইয়ের পাতার মাঝে লকানো সে চিঠিটা দেখেছি; তোমার মনের ওই ভাঙ্গা দেওয়ালে আমি আমার নাম লিখেছি। তবুও ভালবাসা হার মেনেছে পৃথিবীর নিষ্টুর আঘাতে; তোমার হৃদয় শিশা খানি ভেঙ্গেছে এক পলকে। তবুও তুমি আসবে কি কাছে ফিরে; বাসা বাঁধবে কি আমায় ঘিরে। এই মন সেই আশা করে চলে...........................। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।