আমি পৃথিবীর বাসিন্দা ভর্তি ও আবাসন ফি বাড়ানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছেবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘেরাও করতে গেলে বাঁধা দেয় ছাত্রলীগ ।
এ সময় ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের কমপক্ষে ৫০ নেতাকর্মী আহত হয়েছেন । এর মধ্যে ১৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে ।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ।
পুলিশের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এদের উপর নির্বিচারে হামলা চালায় বলে দাবি করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি সেঁজুতি চৌধুরী ।
প্রগতিশীল ছাত্র জোট ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্র জানায়, বর্ধিত ওই সব ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট গত কয়েকদিন ধরে আন্দোলন শুরু করলে আকস্মিকভাবে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে সমাবেশ, মিছিল-সভার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সভা করে আন্দোলনকারী প্রগতিশীল ছাত্র জোট মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘেরাও করার কর্মসূচি দেয় ।
সেই কর্মসূচি মোতাবেক মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘেরাও করতে গেলে তাদের উপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।
এ সময় তাদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের কমপক্ষে ৫০ নেতাকর্মী আহত হয় ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে অনার্স লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি ফি ছিল ১ হাজার ১শ ৪০ টাকা। কোনো ঘোষণা ছাড়াই এ বছর ২০১২-১৩ শিক্ষাবর্ষে সেই ভর্তি ফি বাড়িয়ে ৫ হাজার ৯শ ৮৪ টাকা করা হয় । বাড়ানো হয় আবাসন ফিও ।
BanglaNews24 এ
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।