আমাদের কথা খুঁজে নিন

   

বাকৃবিতে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা

তেমন কিছু বলার নেই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১১-শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভতির্র সুযোগ পাচ্ছে না মাদ্রাসা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ভর্তি নীতিমালায় কঠোর শর্তারোপের কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে বাকৃবির ভর্তি পরীায় মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ নেয়ার সুযোগ না থাকায় হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁদের অবিভাবক মহলে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে অনলাইনে বাকৃবির ২০১১-শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সিমেস্টার-১) ভর্তির জন্য আবেদনপত্র বিতরন শুরু হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে অনুসারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি.) বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়সমূহের প্রত্যেকটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিার্থীদের দাখিল (এসএসসি) ও আলিম (এইচএসসি) পরীক্ষার কোনটিতেই পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়সমূহের প্রত্যেকটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ ২.০০ পাওয়ার সুযোগ নেই। কারণ মাদ্রাসার বিজ্ঞান বিভাগের দাখিল ও আলিমের কোর্স কারিকুলামে শিক্ষার্থীদের একই সাথে গণিত ও জীববিদ্যা অধ্যয়নের কোন সুযোগ নেই। তাদেরকে এ দুটি বিষয়ের যেকোন একটিকে বেছে নিতে হয়। আবার কোন মাদ্রাসা শিক্ষার্থী যদি দাখিল পাশ করার পর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপরিউক্ত সবগুলো বিষয় অধ্যয়ন করেন, সে ভর্তি পরীক্ষায় এবারও অংশ নিতে পারবে না, কারণ তার দাখিলে (এসএসসি) সবগুলো বিষয় ছিল না। সংশি­ষ্ট সূত্রে জানা যায়, বর্তমান পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে।

এর আগে নূন্যতম যোগ্যতায় শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উলে­খিত বিষয় সমূহে আলাদাভাবে জিপিএ চাওয়া হত। তাই তখন যেসব শিক্ষার্থী মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাঁরা উপরোক্ত যোগ্যতা পূরণপূর্বক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারতেন। তবে বর্তমানে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার কথা উলে­খ থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব পথ বন্ধ হয়ে গেছে। এদিকে গতবছরও এ বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল তৎকালীন ভর্তি পরীক্ষা কমিটির সভায়। সে সময় প্রশাসনের প থেকে ২০১১-শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছিল।

কিন্তু এ বছর কোনো পরিবর্তন ছাড়াই ভর্তি প্রক্রিয়া শুরু করায় ভর্তি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তিচ্ছু মাদ্রাসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মুঠোফোনে অভিযোগের সুরে প্রশ্ন রাখেন, ‘বর্তমানে মাদ্রাসা শিার্থীরা মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাক্তার ও প্রকৌশলী হচ্ছে। আমরা কেন বাকৃবিতে পড়ে কৃষিবিদ হতে পারবো না ? এ ব্যাপারে বর্তমান ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. বোরহান উদ্দিন জানান, ভর্তি পরীক্ষার এ নিয়মটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত হওয়ায় এখানে তার কিছু করার নেই। এ ব্যাপারে বাকৃবি ভিসি প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল জানান, ‘বাকৃবি’র ভর্তি পরীক্ষার নীতিমালা কাউকে বাদ দেওয়ার জন্য বা বৈষম্য সৃষ্টির লক্ষ্যে প্রণয়ন করা হয়নি বরং কিভাবে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেয়া যায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যত ভর্তি প্রক্রিয়ায় সকলের অংশগ্রহন নিশ্চিত করা যায় কিনা সে বিষয়টি নিয়ে আগামী একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে’।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।