বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর মাসে অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে।
গত সোমবার এ উপলক্ষ্যে খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাকের ঢাকাস্থ বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বাকৃবির ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হকসহ দেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, কৃষিবিদ, সংসদ সদস্য, কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবন্দ এবং বাকৃবির নেতৃস্থানীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মেলন সফল করার লক্ষ্যে বিস্ত্মারিত আলোচনা করা হয় এবং এ উপলক্ষ্যে ২১টি উপ-কমিটিও গঠন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট বাকৃবি ৫০ বছর পূর্ণ করে। বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই মূলত বাকৃবি থেকে পাশকৃত গ্রাজুয়েটদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য অ্যালামনাই এসোসিয়েশনে ১০ হাজারেরও বেশি গ্রাজুয়েট অংশগ্রহণ করবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সকল ধরনে প্রস্তুতি নেয়া হয়েছে। খুব শীঘ্রই রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।