(প্রিয় টেক) সরকারি টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লি. (বিটিসিএল) এখন কঠিন সময় পার করছে। গত কয়েক মাসে বিটিসিএলের রাজস্ব আয় অনেক কমে গেছে। বেড়েছে অবৈধ ভিওআইপির ব্যবহার। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপির মাধ্যমে দুর্নীতির অভিযোগ উঠেছে। আয় কমে যাওয়ায় সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দেওয়া যাচ্ছে না। বেতনসহ অন্যান্য খরচ মেটাতে স্থায়ী আমানত-এফডিআর ভাঙতে হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বিটিসিএল। এতে ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে সংস্থাটির বিভিন্ন স্তরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।