আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম জাতির অবক্ষয় - পরিণাম সন্ত্রাসবাদ

saving the world by sleeping **** চিন্তাভাবনাগুলো একান্ত ব্যক্তিগত । অভিজ্ঞজনদের পরামর্শ ও যুক্তি গ্রহণযোগ্য । **** বর্তমান বিশ্বে যে কয়টি মুসলিম রাষ্ট্র আছে, তার সবগুলোই এখন কোনোনা কোনভাবে অস্থীতিশীল । কিন্তু এমনটা মোটেই হওয়ার কথা ছিল না । চলুন একটু ঘুরে আসি ১২ শতাব্দীতে ।

ধরুন বাংলাদেশের ছাত্রছাত্রী যারা উচ্চশিক্ষার জন্যে পকেট খালি করে আমরিকা পাড়ি জমায়, ঠিক সেভাবে ইউরোপের একটা লোক ১১/১২ শতাব্দীতে তার শেষসম্বলের পোটলাটা কাধেঁ ঝুলিয়ে কাফেলায় সামিল হত বাগদাদে ভাগ্য অন্বেষণের আশায় । এখন বাগদাদে একটা কাকও যেতে ভয় পায় । বর্তমান ইরান যদিও যুগের সাথে অনেকটা এগিয়ে কিন্তু তাদেরকে একই কাতারে ফেলতে আমাদের অনেক দ্বিধা । রাশিয়ার দিকে কিছু মুসলিম দেশ থাকলেও তারা অনেকদিন পরাধীন ছিল। বাকি থাকে তুরস্ক, তিউনিশিয়া আর ছোট ছোট কিছু রাষ্ট্র ।

আর বড়গুলার মাঝে আছে সৌদি আরব । আর হ্যাঁ, মালয়েশিয়া । একটা জিনিস খেয়াল করবেন, দেশগুলোর সংখ্যা বা পপুলেশন কোনোটাই কিন্তু কম না । কিন্তু আমাদের কোনো লিডার নেই । আমি বলতে চাচ্ছি যে, আজকে আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে 'এটা সম্ভব' - আরও পাঁচটা দেশে মাথা নেড়ে সম্মতি দেবে ।

বা রানী এলিজাবেথ যদি 'না' বলেন, অথবা জার্মানী যদি কোনো আইন পেশ করে, ইউরিপিয়ান ইউনিয়নের অনেকদেশই ঔটার প্রতি মতৈক্য প্রকাশ করবে । এই সম্মান গুলো কিন্তু এরা কারও কাছ থেকে কেড়ে আনছে তাও না, অর্জন করছে । কিভাবে? শিক্ষা জ্ঞানচর্চা যে মুসলিমদের প্রধান কর্তব্য তা আমরা ভুলেই গেছি । কে কি বলল তা নিয়ে শুধু লাফালাফি করি । মাথা গরম করি ।

যেদিন থেকে আমরা লিখাপড়া ভুলতে শিখেছি, সেদিন থেকে আমরা উল্টা দিকে হাটা শুরু করেছি । এখন আমরা এতই পিছিয়ে পড়ছি যে, কিছুতেই এই ব্যবধান কাটিয়ে উঠতে পারছি না । না পারার দরুণ মাথা গরম করছি । একটা জ্বালাও পোড়াও মনোভাবের সৃষ্টি করছি । পরিণতি মুসলিমরা ত্রাসের অবতারণা করছে ।

অন্যদিকে পুরা বিশ্ব যখন অর্থনীতি, পরিবেশবাদী, কমিউনেকশন এইসব নিয়ে টকশো করে, আমরা ইউটিউবে জিহাদের নামে অস্ত্র হাতে ভিডিও আপলোড করি । আমাদের মুসলিম জাতি হিসেবে যে মনোভাব তার মাঝে কিন্তু বিরাট একটা অহংকার আছে। এরই পরিবর্তিতরূপ হল নাকসিটকানো, অন্যকে ছোট মনে করা । কিছুদিন আগে যে বিতর্কিত মুভি নিয়ে পুরা মুসলিম সমাজ সময়টা নষ্ট করল, কি প্রতিবাদ করে, কি পোস্টের পর পোস্ট লিখে । অথচ সূর্য যেমন আমার জন্যে সত্য, সেই লোক যে নিন্দিত হল সেও জানে তার জন্য ইহা সত্য ।

প্রতিটা ধর্মেই একই কথাই বলা আছে - এটা আস্তিকদের বিশ্বাস । আর নাস্তিকরা যুক্তি ছাড়া কথা বলে না । সুতরাং যে জিনিসের কোনো অর্থই নাই, সেটা নিয়ে সময় অপচয়ের কোনো কারণ দেখি না । এখন মুসলিম জাতিদের দেখলে আমার একটু করুণা হয় । এরা হয়ত একটা কথা নিয়ে তর্কবিতর্ক এবং শেষ পর্যন্ত যুক্তিতে নিজেকে হারতে দেখলে মারামারি, হাতাহাতির পর্যায়ে চলে যায় ।

এদের অহমিকা আকাশ ছোয়া । বলে না শুণ্য কলসটা বেশী ঘটঘট করে । ঢাকাতে যে বিহারি বস্তি আমরা কিন্তু ওদের দেখলে নাকটা ঠিকই সিটকাই । কেন? ওদেরকে ছুলে কি আমরা অপবিত্র হয়ে যাব ? ইদানিং ইন্টারনেটের সুবাদে অনেকেই দেখি বিভিন্ন আয়াতের উক্তি জুড়ে দেন তাদের যুক্তিকে খন্ডানোর জন্যে । কিন্তু কোনো পারটিকুলার প্রশ্ন করলে তার উত্তর ঠিকমত না জানার দরুণ প্রশ্নকর্তাকে 'নাস্তিক' বলে গালিগালাজ করা হয় ।

আরে না জানলে বলুন আমি জানি না । এইখানেও জ্ঞানের অভাব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.