আমাদের কথা খুঁজে নিন

   

কে জিতবে? আওয়ামীলীগ-বিএনপি নাকি কলাগাছ?

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আমাকে অনেকেই ইদানিং জিজ্ঞেস করছেন সামনের নির্বাচনে কারা জিতবে বলে মনে হয়। আমার চিন্তাটা কিছুটা এরকমঃ জাতীয় নির্বাচনে জনগণ প্রতিবারই আশা নিয়ে বিপুল ভোটে একেকটি সরকারকে নির্বাচিত করে। সরকারগুলোও জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, সীমাহীন লুটপাট-দূর্নীতি-দখলদারিত্ব-সন্ত্রাস, বাক স্বাধীনতা হরণ ইত্যাদির মাধ্যমে বিপুলভাবে অত্যাচার-নির্যাতন-শোষণ করে। কিন্তু জনগণ এই দুলের কাছে জিম্মি হয়ে আছে।

গত নির্বাচনে মানুষ বিএনপি-জামাতের অত্যাচার নির্যাতনে এতটাই অতিষ্ঠ ছিলো যে নির্বাচনে বিএনপি-জামাতের বিপরীতে শুধু কলাগাছকে দাঁড়া করিয়ে দিলে কলাগাছই জিততো বলে আমার ধারণা। আওয়ামীলীগ জিতেছে ঠিকই কিন্তু মানুষ আওয়ামীলীগের পক্ষে নয় বরং বিএনপি-জামাতের বিপক্ষে ভোট দিয়েছিলো। আমাদের পত্রিকা-টিভি-মিডিয়াসহ সামাজিক-ব্যবসায়িক-অর্থনৈতিক শক্তিগুলো এই দুই দলে থাকায় জনগণের সামনে এরা এই দুই দল বা জোটকেই হাজির করে একটির বিকল্প আরেকটি হিসেবে। এখনো এই অবস্থার পরিবর্তন ঘটেনি। সামনের নির্বাচনেও তাই ঐ যে বললাম আওয়ামীলীগের বিপরীতে কলাগাছ দাঁড়া করালে কলাগাছই জিতবে বলে মনে হয়।

আপনার কি মত? জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।