আমাদের কথা খুঁজে নিন

   

"ছন্ন ছাড়া মধ্য রাতে..." আমার একটি হারানো কবিতা পুনরায় লেখার চেষ্টা।

সবাই বলে আমি নাকি অনেক সুখি মানুষ. . . ছন্ন ছাড়া মধ্য রাতে আধার ভেঙে আলোর পথে যদি কখনো হাড়িয়ে যাই.. যদি কোন আধার রাতে একলা বসে ভাব আমায়, শুধু জেন আজও আমি সকল দুয়াড় বাধন ভাঙি তোমার কাছে আসতে চাই। আজও যদি স্বপ্ন ঘোড়ে দেখে ফেল আমায় ভুলে, জেগে দেখ; আমি নাই। শুধু জেন আজও আমি সকল দুয়াড় বাধন ভাঙি তোমার স্বপ্ন দেখতে চাই। ছন্ন ছাড়া মধ্য রাতে আধার ভেঙে আলোর পথে যদি কখনো হাড়িয়ে যাই.. শুধু জেন আজও আমি সকল দুয়াড় বাধন ভাঙি তোমায় ভালবাসতে চাই। (আমার একটি হাড়ানো কবিতা ধরার প্রচেষ্ঠা।)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।