আমাদের কথা খুঁজে নিন

   

আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে খুশী রাখবেন

http://www.somoyerdhoni.net/ আপনার সমস্ত ভাবনা যে মেয়েটিকে নিয়ে, হোক না সে আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু বা বউ, একজন সঙ্গী হিসেবে আপনার উচিৎ তাকে সবসময় হাসি-খুশী রাখা। জেনে নিন কিভাবে তাকে খুশী রাখবেন। কাজে লাগলেও লাগতে পারে। ১. সর্বদা সত্যি কথা বলবেন। সত্যটা যদিও আপনাকে বা তাকে অনেক কষ্ট দিতে পারে।

মনে রাখবেন আপনার মিথ্যাটি প্রকাশ পেলে কষ্টটা আরও ভয়ানক হবে। ২. তার ভাললাগা ভালবাসাকে প্রাধান্য দিন। ৩. তাকে সময় দিন। সারাদিন দিতে হবে না। দিনের যতটুকু সময় আপনি তার সাথে কাঁটাবেন তার প্রতি পূর্ণ মনোযোগ স্থাপন করবেন।

৪. আপনার শত ব্যস্ততার মাঝেও একটু সময় করে তাকে ফোন দিতে ভুলবেন না। যদি তাও না পারেন তবে ভালবাসাময় একটা টেক্সট করলেই হবে। ৫. তাকে নিয়ে ঘুরে বেড়ানোর সময় ইতস্তত বোধ করবেন না। বরং গর্ববোধ করবেন। সবার সামনে তার হাত ধরে রাখবেন।

৬. তাকে জড়িয়ে ধরার সময় শক্তকরে ধরবেন। খুব বেশি বেশি কিস করবেন। ৭. মিথ্যে মিষ্টি কথায় (যেমনঃ তোমাকে চরম লাগছে) তার মন রাখার চেষ্টা করবেন না। আপনার সত্যিটা তাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। ৮. তার প্রতি শ্রোদ্ধাবোধ থাকতে হবে।

৯. তাকে শুনুন। সে কি বলতে চায়, তার কি বলার আছে, আপনাকে শুনতে হবে। ১০. উপহার দিন। কোন বিশেষ দিন না হোক, না হোক কোন দামী জিনিস মাঝে মাঝে কিছু নতুন উপহার দিয়ে তাকে চমকে দিন। ফুল দিতে পারেন।

মেয়েরা ফুল খুব বেশি পছন্দ করে। দিতে পারেন খেলনাও। আরো জানতে চাইলে>>>> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.