আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ১৫০ সি সি র উপ্রে বাইক চাই। বি আর টি এ জবাব চাই, লাইসেন্স দিতে হপে!

মুনডা অনেক দিন ধইরা ইলিক বিলিক করতাসে একটা হিওসাং জি টী ৬৫০ আর কমেট (৬৫০ সি সি ) মোটরসাইকেল কিননের লাইগা। কিন্তু হালায় ১৫০ সি সি র বেশি আবাব্র পারমিশন নাইক্কা। কি নাকি পুলিশের থিকা মানা আছে যে তাগ কম সি সি র ধইঞ্চা বাইক তাই পুলাপাইনগো হাঙ্কি পাঙ্কি বাইক ছালাইতে দিব না! পুরাই বুল শিট মেন! কম সি সি তাই না কি চুর ধরতে পারবনা। ভুয়া কথা। ১৫০ সিসি এক্তা হাঙ্ক/ এফ যেড, ৩৫০ সিসির এনফিল্ড এর থেকে বেশি টানে সিটির মদ্ধে।

গত বছর ভারতে দেইক্কা আইলাম মাইয়ারা পালসার ১৫০ কুপাইইয়া চালাইয়া বেরাইতাসে। লজ্জা মেন! অইখানে পুলিশ ৩৫০ সিসির রয়াল এনফিল্ড বুলেট চালায়। আর পুলাপাইন কাওাসাকি নিঞ্জা ৬৫০, হিওসাং জি টি ৬৫০, সুযুকি হায়াবুজা ১২০০, হুনডা সি বি আর ২৫০, পালসার ২২০, ইন্ট্রুদার ৮০০ সমানে ছালাইতাসে! অগ পুলিশ কম সিসির বাইক ছালাইয়া আমাগ থেকে আইন শৃঙ্খলা বেশি ভাল রাখাতসে! আর আমরা পইসা থাকার পর কুপা সামসু হাঙ্কি পাঙ্কি বাইক কিনতে পারতাসি না। ! ঢাকা চিটিতে বাইকের থিক্কা করা জিনিশ র কি হইতে পারে? জ্যাম ঠেইল্লা অফিস গেসি ৪ বছর। সেশ ৪ বছর বাইক লইয়া জাই, সেকি আরাম।

এক দিন অফিসে লেত হইনাই, বস সেকি আদর! কিন্তু ৪ বছর ধইরা ১৫০ সিসি ছালাইয়া আমি বিলা ও বিরক্ত! আমি হাই সিসির বাইক চাই! বি আর টি এ এর জবাব চাই, আমাগ ১০০০ সিসির বাইক আনতে আর চালাতে দিতে হপে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.