আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক মোবাইল টিপস্ (১ম পর্ব)

মুগ্ধ আমি আমাতেই... (;D আগেই বলে রাখছি, এই টিপসটি তাদের জন্যে যারা এটি জানেন না । অতএব যাদের বুদ্ধি শির্ষে অবস্থান করছে, তারা না পড়লেই ভালা ফেসবুকে পিসি ইউজারদের থেকে মোবাইল ইউজারই বেশি, তাছাড়া ব্যাস্ত জীবনে দ্রুত কোনো কিছু যেমন ছবি শেয়ার করার জন্যে মোবাইল ফেবুর বিকল্প নেই । আবার অনেকেরই দেখা যায় পিসি নেই, থাকলেও প্রাইভেসি বা অন্যান্য সমস্যা বিদ্যমান । তাদের জন্যে আমার এই পোষ্ট, গত ১ বছর ধরে এভাবেই মোবাইল থেকে ফেসবুক ব্যাবহার করছি । যারা মোবাইল থেকে ফেসবুকে অ্যালবাম তৈরি করতে চান তারা এই লিঙ্কে ক্লিকান, তারপর নতুন অ্যালবাম তৈরি করুন যারা ফেসবুকের পুরনো অ্যালবামে ছবি আপলোড করতে চান তারা এই লিঙ্কে ক্লিকান, যে পেজ আসবে সেখানে আপনি আপনার অ্যালবাম লিষ্ট পাবেন । এ্যাড ফটোতে ক্লিক করে ছবি আপলোড শুরু করুন এবার একটি অতি গুরুত্বপূর্ণ টিপস্ ভার্চুয়াল জগতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটির জন্মদিন, তার ওয়ালে ছবি পোষ্টানোর দরকার অথচ আপনি এখন বাসে চড়ে ভার্সিটির পথে (আমার ২/৩ বার এমন হয়েছে ) এবং কখন ফিরে পিসির সামনে বসতে পারবেন তাও জানেন না নো প্রবলেম এই লিঙ্কে ক্লিকান, তারপর বন্ধুর ওয়ালে গিয়ে Photo অপশন সিলেক্ট করেন । এটা ফেবুর টাচ ভার্শন, এখানে বন্ধুর ওয়ালে ছবি আপলোড ছাড়াও নিজে অফলাইনে থেকেই অনলাইনে কতজন বন্ধু আছে সেটা দেখতে পারবেন; আরো অনেক সুবিধা পাবেন যেগুলো আপনি নিজেই ভিসিট করলে বুঝতে পারবেন, অপেরা মিনি থেকে পরীক্ষিত । পরবর্তীতে এই পেজগুলোতে এ্যাকসেস্ করতে চাইলে এগুলো বুকমার্ক করে রাখুন । এতকিছু করতে চাইলে ইউসি ব্রাউজারের চেয়ে অপেরা মিনিই যে বেশি কাজ দেখাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অপেরা যে আবার ইউসি থেকে স্লো ! n0 pr0b অপেরা মিনির স্পিড বাড়াতে চাইলে Click Here বিঃ দ্রঃ কোন অতি বুদ্ধিমান যদি ভেবে থাকেন যে এটা একটি কপি/পেষ্ট পোষ্ট, তবে তার প্রতি অনুরোধ রইল আমার ফেসবুক এ্যাকাউন্ট ঘুরে আসার; আমার অ্যালবামগুলোর তারিখ তার সন্দেহ দুর করবে বলে আশা রাখি...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.