আমাদের কথা খুঁজে নিন

   

"knowledge is pain"

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আমার ৩২নং দাঁতটি, যা ১টি আক্কেল দাঁত, সেই 1st yr থেকে বড়ই disturb করছে, এই ৬বছর ধরে তার বেদনাদায়ক উত্থান শেষ হচ্ছে না, ২দিন পর পর ডাক দিচ্ছে। অথচ তার পূর্বসুরী ৩টি আক্কেল দাঁত আমাকে না জানিয়েই উঠে গেছিল, টেরই পাই নি, ৩২তম দাঁতটির পীড়াদায়ক উত্থানকালে ১দিন জিহবা দিয়ে দাঁত গুণতে গিয়ে দেখি এটা ৪নং আক্কেল দাঁত, ৩টি আগেই উঠে গেছে, বুঝলাম আমার আক্কেল আগেই ১৫কলা পূর্ণ হয়ে গেছে, এবারে ১৬কলা পূর্ণ হবার পালা। কিন্তু সুদীর্ঘ উত্থানপ্রক্রিয়ায় তীব্র পীড়া দিতে দিতে the ultimate আক্কেল দাঁতটি সম্ভবত আমাকে বোঝাতে চাচ্ছে-"যত আক্কেল তত pain". আমি আপনাদের আশির্ব্বাদপ্রার্থী, দোয়া রাখবেন যাতে ৩২নং দাঁত ওরফে ৪র্থ আক্কেল দাঁতটি ওঠা শিগগির সম্পন্ন হয়, ফলে আমার আক্কেল পূর্ণতা লাভ করে, আমার সিদ্ধিলাভ হয়, আমি বৈকুণ্ঠের উচ্চমার্গে পৌঁছে যাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।