আমাদের কথা খুঁজে নিন

   

অফিস, বাসাবাড়ি ও শিল্প কারখানাতে সৌর বিদ্যুৎ স্থাপন নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারীদের রমরমা বাণিজ্য।

পরে বলবো সরকারী বিধি অনুযায়ী প্রতিটি অফিস, বাসাবাড়ি ও শিল্প কারখানাতে নতুন বিদ্যুৎ কানেকশন পেতে হলে পূর্বে নির্ধারিত হারে সৌর শক্তি স্থাপন করতে হয়। বিদ্যুৎ অফিসে আবেদন করার পরে বিদ্যুৎ বিতরণ বিভাগ গ্রাহককে চিঠি দিয়ে জানিয়ে দেয় গ্রাহকের কত ওয়াটের সৌর বিদ্যুৎ স্থাপন করতে হবে। গ্রাহক সেই অনুযায়ী সৌর বিদ্যুৎ স্থাপন করে বিদ্যুৎ বিতরণ বিভাগকে অবহিত করলে বিদ্যুৎ বিতরণ বিভাগ তা যাচাই পূর্বক বিদ্যুতের কানেকশন দিয়ে দেয়। উপরে উল্লেখিত পদ্ধতিটি সঠিক ও নিয়মানুযায়ী। কিন্তু বাস্তবে বেশ অমিল দেখা যাচ্ছে।

ধরা যাক কোন নতুন বিল্ডিং এ ২০০০ ওয়াট এর সৌরবিদ্যুৎ স্থাপন করার কথা বলা হয়েছে, এখন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা ও কর্মচারী গ্রাহককে লোভনীয় অফার দিয়ে বলে কেন এত টাকা খরচ করবেন। আমাদের লোকজন ই তো ইন্সপেকশন করবে। আপনি কম ওয়াটের সৌরবিদ্যুৎ লাগান। বাকিটা আমরা ম্যানেজ করবো। এভাবেই বিভিন্ন আইনি ফাক ফোকর বের করে রমরমা বাণিজ্য শুরু করে দিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারীরা।

কেউ আবার নামে বেনামে সৌর বিদ্যুৎ/ সাব-স্টেশন এর কোম্পানি খুলে বসেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.