আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্র্যাজেডি নিয়ে মীর সাব্বিরের গান

সাভার ট্র্যাজেডি নিয়ে গান লিখেছেন অভিনয়শিল্পী মীর সাব্বির। তবে গানটি কে গাইবেন কিংবা সুর করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
‘ভাই খোঁজে বোন, বাবা-মা খোঁজে/চারিদিকে খোঁজাখুঁজি, চারিদিকে চিত্কার, চারিদিকে হাহাকার/ কালের সাক্ষী হয়ে রবে মাটি রক্তেভেজা সাভার/এই বাঙালি কত কাঁদবে আর, কেউ নেই কি দেখার...’। গানের শুরুর কয়েকটি চরণে এভাবেই মূর্ত হয়েছে সাভার ট্র্যাজেডির ভয়াবহতা আর নির্মমতা।
গান লেখা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘সাভার ট্র্যাজেডি দেশের অন্য সবার মতো আমাকেও অনেক কষ্ট দিয়েছে।

এত মানুষ নিহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। পেশাগত কাজের ব্যস্ততার কারণে সশরীরে সেখানে যেতে পারিনি, কিন্তু মনটা ঠিকই পড়ে ছিল সাভারের নিহত শ্রমিক ভাই-বোনদের কাছে। আর তাই সাভারের ঘটনা নিয়ে নিজের অনুভূতিগুলো লেখনীর মাধ্যমে প্রকাশ করেছি। ’
মীর সাব্বির আরও বলেন, ‘অভিনয়ের ফাঁকে লেখালেখির একটা অভ্যাস আছে আমার। তারই ধারাবাহিকতায় বিভিন্ন নাটকের শিরোনামসংগীতও লিখেছি।

গানটি লেখার পর পরিচিত অনেককে দেখিয়েছি। তাঁরা বেশ ইতিবাচক মত দিয়েছেন। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।