মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।" মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলতে থাকি 'রানা প্লাজা'.......'রানা প্লাজা'। সংসদে বসে আমাদের মহান (!!!) নেতারা একদল আরেক দলের পিন্ডি চটকাচ্ছে......আলোচনা চলছে 'ডিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী' নিয়ে!!! হা খোদা তোমার কাছে চলে যাওয়া মানুষ (নাকি শ্রমিক!) গুলো ওপার থেকে আমাদের দিকে তাকিয়ে কি ভাবছে? একটু লজ্জাও কি পাছ্ছে জাতি হিসেবে আমাদের দৈন্যতা দেখে? কি অবস্থা এখন বেঁচে যাওয়া মানুষ (!) গুলোর? কিভাবে চলছে তাদের সংসার? যতবারই 'রড়ে গেথে যাওয়া', 'বিমে থেতলে যাওয়া' মানুষ (! ) গুলোর দৃশ্য চোখে ভাসে....বড় জানতে ইচ্ছে করে 'কি ভাবছিল তারা' মৃত্যুর আগ মুহূর্তে? কতটা বেদনাময় ছিল তাদের চলে যাওয়াটা? আচ্ছা ওদের বেদনার রংও কি নীল ছিল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।