আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়াকে সংলাপে বসতেই হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপের দ্বার সব সময় খোলা। ইনশা আল্লাহ, সংলাপে খালেদা জিয়াকে বসতেই হবে। ’
আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ইনু বলেন, দেশে দুর্যোগের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের কর্মসূচি স্থগিত করতে বলেছিলেন। এতে সাড়া না দেওয়া দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাজপথে শক্তি প্রয়োগ করে সংবিধান পরিবর্তন করা যায় না। কেবল সামরিক জান্তারা এভাবে গায়ের জোরে সংবিধান বদল করেন।
আট মাস পর জাতীয় নির্বাচন উল্লেখ করে তথ্যমন্ত্রী হেফাজতে ইসলামসহ রাজনৈতিক দলগুলোকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আইন পরিবর্তনের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজপথে হাঙ্গামা করলে সরকার বাধ্য হয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতারা।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.