বগুড়া জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভি এম স্কুল) ১৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামী বছরের মাঝামাঝি নাগাদ পুনর্মিলনের আয়জন করা হবে। পুনর্মিলনের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
প্রাক্তন এবং বর্তমান সকল ছাত্রীদের পুনর্মিলনতে অংশগ্রহণ করতে অনুরোধ করা যাচ্ছে। পুনর্মিলনের নিবন্ধীকরণের জন্য আপনারা সরাসরি স্কুলে যোগাযোগ করতে পারেন।
আর যারা স্কুলে যেতে পারবেননা, তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশান (নিবন্ধীকরন) এর ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশান করার আগে নিম্নলিখিত ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার সময় অবশ্যই আপনার নাম এবং কন্টাক্ট নাম্বার ডিপোজিট স্লিপে লিখে দিবেন। ডিপোজিট স্লিপটি পুনর্মিলনের দিন প্রবেশকালে প্রদর্শন করতে হবে।
শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশান ফি সর্বনিম্ন ৫০০ টাকা এবং চাকুরীজীবী অথবা ব্যাবসায়ীদের জন্য সর্বনিম্ন ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
Account Title: Old Student Reunion-Bogra Govt Girls High School Bogra
Account Number: 0041-0320000307
Mutual Trust Bank
অনলাইন রেজিস্ট্রেশান এর অ্যাড্রেসঃ (নিম্নোক্ত যে কোন একটি লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশান করতে পারবেন। )
http://bogragovtgirlsschool.net84.net/
অথবা
http://bogragovtgirlsschool.host22.com/
ধন্যবাদ।
(এই পোস্টটি আগামি ১০ দিন ধরে ২-৩ দিন পর পর রি-পোস্ট করব। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।