Click This Link
মাত্র ৭ বছর বয়স। অথচ শরীরের যে সামর্থ্য তাতে কোন পূর্ণবয়স্ক বডি-বিল্ডারকেও হার মানাবে সে। ছোট্ট হারকিউলিস বললেও হয়তো ভুল বলা হবে না। চীনের চুঝোউ অঞ্চলের বাসিন্দা এ বিস্ময় বালকের নাম ইয়্যাং জিনলং। এ বয়সেই তার ওজন ৫০ কেজির বেশি।
অবিশ্বাস্য হলেও সত্যি, ছোট্ট এ ছেলেটি শুধু নিজের শরীরের শক্তি দিয়েই গাড়ি টানতে পারে। ১ দশমিক ৮৫ টন ওজনের একটি গাড়ি টেনে অনেকটা সামনে নিয়ে যেতে সিদ্ধহস্ত জিনলং। সে যেখনই কোন কসরত দেখায়, উৎসুক জনতা এসে সেখানে ভিড় জমায়। পিতার কাছে এমন সন্তান যেন সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া পুরস্কার। কারণ, যে বয়সে শুধু তার খেলাধুলো করে কাটানোর কথা, সেখানে পিতার কাজেও সে সাহায্য করছে।
আর তাও বিশাল ও ভারি ভারি শস্যদানায় ভরা বস্তা কাঁধে করে দিব্যি হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। জিনলং কাঁধে করে সহজেই ১০০ কেজি ওজনের বস্তা নিতে পারে। ৪০ কেজি ওজনের গম ও ১০০ কেজি ওজনের সিমেন্টের বস্তা বয়ে নেয়া তো তার নৈমিত্তিক কাজ। ৯০ কেজি ওজনের পিতাকেও কোলে করে অনেক দূর নিয়ে যেতে পারে জিনলং। চীনে এরই মধ্যে তারকায় পরিণত হয়েছে সে।
ওয়েব সেলিব্রেটি হিসেবে এখন চীনজুড়ে তার জনপ্রিয়তা। আর ইন্টারনেটের কল্যাণে জিনলংয়ের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।