আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীদলীয় নেতা সংঘাতের পথ বেছে নিয়েছেন: প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকারের ঘোষণা দিতে হবে’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন আলটিমেটামের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বারবার সংলাপের প্রস্তাব দেওয়া সত্ত্বেও বিরোধীদলীয় নেতা এ আলটিমেটামের মাধ্যমে সংঘাতের পথ বেছে নিয়েছেন। তবে আলোচনার জন্য দরজা এখনো খোলা।’
আজ রাত সাড়ে আটটায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল প্রথম আলো অনলাইনকে প্রধানমন্ত্রীর এ প্রতিক্রিয়ার কথা জানান।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মাহবুবুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি সংসদ বা সংসদের বাইরে যেকোনো জায়গায় আলোচনায় রাজি। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে বিরোধীদলীয় নেতার উচিত দেশকে অস্থিতিশীল না করা, নৈরাজ্য সৃষ্টি না করা। আমি তাঁদের নৈরাজ্যের পথ পরিহারের আহ্বান জানাচ্ছি।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হরতাল-নৈরাজ্য পরিহার করে চলমান সংকট নিরসনের জন্য সংলাপে বসার আহ্বান জানান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.