একটা কথা জিজ্ঞেস করি সবাইকে। বাংলাদেশ বড়,নাকি প্রফেসর ডঃ ইউনুস বড়? আরেকটা প্রস্তাব রাখছি- যদি তাঁরা সবাই দেশের সত্যিকারের মঙ্গলই চেয়ে থাকেন,তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ ইউনুস এই তিনজন একসাথে বসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় না? দরকার হলে তাঁদের এই আলোচনা রেডিও টেলিভিশনে সরাসরি দেখানো যেতে পারে,যাতে জনগণ তাঁদের সত্যিকারের নেতা-নেত্রিদেরকে চিনতে পারেন। ভালই হবে যদি এই তিনজন দেশ ও দশের কল্যাণে দয়া করে নমনীয় হতে পারেন। দেখা যাক সামনে কি হয়। আমি আশাবাদী,আপনারা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।