আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জব ফেয়ার ২০১২”

আগামীকাল ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত “জব ফেয়ার ২০১২” উদ্বোধন হতে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন বিজনেস এডমিনিসট্রেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের স্টলের পাশাপাশি চাকুরিপ্রার্থী ছাত্র ছাত্রীরদের জন্য চাকুরির সুযোগ থাকবে। দিনব্যাপী এই জব ফেয়ারে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মাদ আনোয়ারুল আজিম আরিফ এবং সভাপতিত্ব করবেন বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ আবু তাহের। জব ফেয়ার দেশের স্বনামধন্য ব্যাক্তিবর্গ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সেমিনার পরিচালনা করবেন। উক্ত সেমিনার সমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিজনেস এডমিনিসট্রেশন সোসাইটির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইজাজুর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল, সহ সভাপতি ও জব ফেয়ার ইভেন্ট কমিটির আহবায়ক এম এ মতিন সকলকে জব ফেয়ার ২০১২ অংশগ্রহণ করে করার জন্য আহবান জানিয়েছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।