বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আদিবাসী অধিকার আইন প্রনয়ন ও জাতীয় কমিশন গঠনসহ চার দফা দাবীতে আগামী ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী অভিমুখে দুদিনের লং মার্চ কর্মসূচী ঘোষনা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে এক সংবাদ সম্মেলনে আদিবাসী পরিষদের নেতারা এই কর্মসূচীর ঘোষনা দেন। সকালে স্থানীয় টাউন কাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন বাংলাদেশের ১৫ লাখ আদিবাসী ভূমি অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। জুলুম নির্যাতন থেকে আদিবাসীদের রায় আদিবাসী অধিকার আইন প্রনয়ন ও জাতীয় কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, সরকারী তালিকায় বাদ পড়া সকল আদিবাসীদের নাম অর্ন্তভূক্তি ও দেশব্যাপী আদিবাসীদের উপর জুলুম নির্যাতনের বিচারের দাবীতে আগামী ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী অভিমুখে লং মার্চ কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিনে সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড থেকে লংমার্চ শুরু হয়ে রাজশাহীর কাকনহাটে রাত্রীযাপনের পর পরের দির ৩ অক্টোবর সকালে রাজশাহী অভিমুখে যাত্রা করবে। সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তিরকী, আদিবাসী নেতা মদন কুমার বড়ুয়া, বিমল চন্দ্র রাজোয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।