মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। গত বছর ১৪ অক্টোবর ২০১১ বিপ্লবীদের কথা’র দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা অগ্নিযুগের ৫ জন বিপ্লবীর (দীনেশ গুপ্ত, প্রীতিলতা, বারীণ দত্ত, সরোজ মুখার্জী ও বীণা দাস) জন্মশতবর্ষের আলোচনা অনুষ্ঠান করেছিলাম।
এবছর, আগামী ১৯ অক্টোবর ২০১২ বিপ্লবীদের কথা’র তৃতীয় বর্ষপূর্তিতে অগ্নিযুগের ১০ জন বিপ্লবীর (রণেশ দাশগুপ্ত, বাদল গুপ্ত, অনিল মুখার্জী, অমল সেন, মহম্মদ ইসমাইল, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সুধাংশু দাশগুপ্ত, নিবারণ পণ্ডিত, ক্ষীরোদরঞ্জন বন্দোপাধ্যায় ও প্রভাস বল) জন্মশতবর্ষের আলোচনা অনুষ্ঠিত হবে। এই বছর মূলত ৩৯ জন বিপ্লবীর জন্মশতবর্ষ চলছে।
ওই দিন (১৯ অক্টোবর ২০১২) এদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে “অগ্নিযুগের বিপ্লবী জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ-২০১২” বের হবে।
এছাড়া বিপ্লবীদের কথা পত্রিকাটির বিষেশ সংখ্যা বের হবে। এসকল কাজের জন্য অনেক টাকা (প্রায় ২ লাক্ষ) প্রয়োজন।
আপনারা হয়তো জানেন, বিপ্লবীদের কথা পত্রিকাটি কিছু শুভাকাঙ্খী মানুষের সহযোগিতা নিয়ে চলে। যে সহযোগিতা দিয়ে শুধু মাত্র বিপ্লবীদের কথা পত্রিকাটি বের হয়। তাই আপনাদের কাছে এই অনুষ্ঠান বাবদ আর্থিক সহযোগিতা পাবার আশা করছি।
আপনার সহযোগিতা বিপ্লবীদের কথা’র পথচলাকে অগ্রসর করবে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
ব্যাংক একাউন্ট
biplobiderkotha
148.110.8313
Dutch-Bangla Bank Ltd
Ring Road Brance
----------------------------
যোগাযোগের ঠিকানা
শেখ রফিক
সম্পাদক
বিপ্লবীদের কথা
০১৭২৬-১২৩৫৫০
http://www.biplobiderkotha.com
জন্মের ইতিহাসঃ
কলেজ জীবন থেকেই বিপ্লবী হওয়ার এবং বিপ্লব করার স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্নটা ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পূর্বেই ভেঙ্গে যায়। তখন আমার সামনে যে সমস্থ বিপ্লবীরা মড়েল ছিল, তারা অতীতের বিপ্লবী মানুষগুলো থেকে এতটাই বিপরীত যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন প্রচণ্ড হতাশ হলাম।
শুরু করলাম বিপ্লবীদের ইতিহাস অধ্যয়ন। নিজের এই হতাশা কাটাতে এবং আমার মত হতাশাগ্রস্থ তরুণদের হতাশা দুর করতে এবং নতুনদের হতাশায় না ফেলতে উদ্যোগ নেই একটি মাসিক পত্রিকা বের করার, যেটি হবে শুধু বিপ্লবীদের জীবনী নির্ভর। নাম ঠিক হলো “বিপ্লবীদের কথা”। এই ‘বিপ্লবীদের কথা’ পত্রিকার মাধ্যমে সমাজবিপ্লবের নায়কদেরকে তরুণ প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ট্যাবলওয়েড "বিপ্লবীদের কথা"।
প্রথম থেকেই এই পত্রিকার মূল লক্ষ্য ছিল বাঙলা এবং ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ আমল থেকে শুরু করে সমকালীন বিপ্লবীদের জীবনী এবং তাদের আদর্শের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া এবং সেই সাথে এই অঞ্চলের বিপ্লবী রাজনীতির একটা টাইমলাইন তৈরি করা।
"সমাজ বিপ্লব ও বিপ্লবী গবেষণা কেন্দ্র" হিসেবে পত্রিকাটিকে আত্মপ্রকাশ করতে গিয়ে প্রয়োজন হয়ে পড়ে বিপ্লবীদের একটি এনসাইক্লোপিডিয়া তৈরি করার। আমি (শেখ রফিক) ও পারভেজ আলম সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরী করি http://www.biplobiderkotha.com ওয়েবসাইটটি (২০১০ সালের শুরুতে)। সমাজ বিপ্লবীদের জীবনী, কর্মযজ্ঞ, আদর্শ আর সাড়াজাগানো সব লড়াই-সংগ্রামের অনলাইন অর্কাইভ গড়ে তুলতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বিপ্লবীদেরকথাডটকম।
নিম্নে বিপ্লবীদের কথা পত্রিকার বিভিন্ন অনুষ্ঠানের কিছু ছবির লিংক দেয়া হলঃ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
http://www.facebook.com/biplobiderkoth
Dear
Biplobiderkotha.com is an online encyclopedia of revolution and revolutionaries of Bengal and all around the world. At first, it was the monthly Biplobiderkotha, dedicated to the life, views, work and ideals of Bengali revolutionaries from British colonial periods till the recent time and also to the legendary revolutionaries of 19th and 20th century. With Bilpobiderkotha.com, we intend to create a complete Bangla encyclopedia about the life and ideals of revolutionaries.
What is Biplobiderkotha.com?
Biplobiderkotha.com is a website dedicated firstly to the revolutionaries of Bengal and then also to the revolutionaries all around the world. This website contains extensive biographies of revolutionaries and also the biographies of some of the greatest national leaders of Bengal who took part in some major political movement of their time and helped the democratic development and free existence of the people of this region.
What does it contain?
The website was created with the aim to create an online encyclopedia of Bengali revolutionaries. The site intends to publish these revolutionaries life, work, and views in biographical and scholarly article and in Pictorial documents. Later other sections for International revolutionaries were added. After that when the site decide to honor some of the greatest national hero of democracy and freedom some new sections were added. The section called "banglar biplobi" contains the life and work of major Bengali revolutionaries and the section called "shara bishwer biplobi" contains the life and work of major international revolutionaries. On the other hand, the section named "banglar shongrami" contains the life and work of major Bengali national political leaders. Currently these sections contain near 300 biographies of great revolutionaries and political leaders, and the number is growing. The other three sections are "ajker diner, “lorai shongram" and "rashtro dorshon". These sections are still in development process. The section "ajker dine" will contain birth and death anniversary of famous revolutionaries and leaders and also the major political movement of the current day. The section Lorai shongram is dedicated to major political movement which helped to shape the freedom and democracy of Bangladesh. The other section “rasthro dorshon" will contain scholarly articles and historic timeline of the birth and rise of revolutionary philosophies that shaped the modern world, from French revolution till today. The web developers of this site are also developing a Picture gallery which will contain pictorial description of the life and work of major revolutionaries and major political events.
The mission:
Biplobiderkotha.com has a mission. They realize that the history and development of modern world specially a post colonial country like Bangladesh is the result of major political and revolutionary movement. Now the history of these major events and the life, work and views of the people who were behind these movements needs to be studied, as our culture and heritage, to know the past and to decide the future. The information age we are living in demands this information's to be easily accessible for every one. Our mission is to provide this information to every one, to a common reader, an academic student or a researcher.
Why do need donation?
This vast work cannot be done without the friendship and aid of people who are concerned about the socio historic literature and reality and its effect on our present and the future. We request your donation or advertisement to raise our fund by which we can continue our hard work of respecting those revolutionary figures and aid archiving important histories.
Who are behind it?
The site is currently run by Sheikh Rafiq (Editor and Administrator of Biplobiderkotha.com) and Parvez Alam (Web developer and Adminsitrator of Biplobiderktha.com). Sheikh Rafiq looks after most of the contents of the site while Parvez Alam mostly on the design and development. There are also other researchers and volunteers who take part in the development of this site. The biplobiderkotha.com team also publish a printed monthly magazine named "Biplobider Kotha".
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।