আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত দিগন্তের পরিব্রাজক

শপথের বলশালী ভাবনাগুলো যেন অপাঙক্তেয় পীত বর্ণের চাঁদ, জীবন যুদ্ধের এ হিসেব মিলছেনা, যদিও আমি উন্মাদ! জয়ের নেশায় অগ্রজ যারা দুর্গম পাথর কেটে, একটু আলো আসত যদি জুলুমী দালান ফেটে। অঝোরে বর্ষা নামছে করে নোংরামি সব সাফ, শিশিরকণারা পারেনি মাড়াতে মলিনতার আদিম ধাপ। বনলতা সেন বনে বনে আজ হন্যে হয়ে ঘুরে, হৃদয়ে তার হাহাকার বাজে সুখ বিলাবে কি করে? আঁধার বাজে, ক্লান্তি সাজে, হতাশা মেলে পেখম, টলমলে পা খুনে রাঙা হয় রক্ত ঝরা জখম। হায়না শকুন ছুটছে লয়ে হিংস্র লোলুপ গতি, অরণ্য ঝোপের জঞ্জাল মাড়িয়ে মিলবে কি কোন জ্যোতি? মরচে পড়া কেতাবি এলেম মাথার খুলিতে বাজে, বিষাদের বীণ আটকে থাকে ব্যথাতুর সব খাঁজে। মহাসড়কের ব্যস্ত পথিক দ্রুত বেগে ছুটে, আহ্লাদের এই সব আয়োজন মিথ্যে যদি জুটে? মার কাট কুট হাঙ্গামা বাধায় যখন এ গহীন তট, অগ্নি দুঃখের আগ্নেয়গিরি ফাটে শুধু ফটফট। পাষাণ চাবুক কষে মারি হাতাশার লোমশ পিঠে, লক্ষ বারুদ নামবে মাঠে সত্য সন্ধানের হিতে। খামচি মেরে ফেলব ছিড়ে আয়েশী ঘোরের চামড়া সব, ধ্বংসলীলায় মত্ত হব পালাবে অলীক কলরব। স্বপ্ন সুতোয় উড়বে ঘুড়ি মেলবে পাখি ডানা, সত্যিকারের স্বাধীন হবে খাচার পাখির ঠিকানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.