আমাদের কথা খুঁজে নিন

   

কাকের কিছু অদ্ভুত এবং বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য

কাক অতি পরিচিত একটি পাখি( অনেকে পাখি হিসাবে বলতে পছন্দ করেনা )। এই পরিচিত নোংড়া পাখি টি সম্পর্কে আমরা কতটুকু জানি? হয়ত অনেকের জানার ইচ্ছাটাও নাই। তবু কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে ভাগ করতে চাই। বৈশিষ্ট্য গুলো দেখুন কাকের বুদ্ধি সম্পর্কে আপনার ধারনা পরিবর্তন হয়ে যাবে ১) আপনি কি জানানেন আপনার বাসার পাশে থাকা কাক টি আপনার কন্ঠ চিনতে পারে? এক গবেষনায় দেখা গেছে কাক পরিচিত মানুষের কন্ঠস্বর চিনতে পারে। এমনকি পরিচিত পাখির কন্ঠও।

২)কাক আয়নায় নিজের চেহারা চিনতে পারে না। তাই বলে তাকে বোকা বলবেন? না তা বলতে পারেন না। কারণ কাক এমন এক পাখি যে আয়না ব্যবহার করে নিজের খাবার খুজতে পারে। (গবেষনা: অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ড। ) ৩) কাক অপরিচিত কোন বস্তু কিংবা বিপদজনক হতে পারে এমন কোন জিনিস সরাসরি স্পর্শ করে না।

বরং তারা নিরাপদ দুরত্বে থেকে কাঠি অথবা অন্য কিছু দিয়ে আগে পরীক্ষা করে নেয়। (ড: জোঃ উইমপি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়) কেমন লাগছে ? বিস্ময়কর নয়কি? আরও আছে..............পরে আরেক দিন। ভালো থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।