আমাদের কথা খুঁজে নিন

   

আপত্তিকর পোস্ট স্বয়ংক্রিয় ফিল্টার করা...(মডারেটরদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে)

জীবন অনেক দামী..কাজ প্রচুর...সময় কম। ২০১০ সালে আমার ব্লগজীবনের ২য় বৎসর পূর্তিতে একটা পোষ্ট দিয়েছিলাম। সেখানে একটা প্রস্তাব করেছিলাম। সময়ের প্রয়োজনে সেটা আবার সকলের দৃষ্টি আকর্ষন করতে চাই। (তখন মাইনাস বাটন কার্যকর ছিল) লেখাটি ছিলঃ অনেক নিক থেকেই স্পর্শকাতর, কুরুচিপূর্ন পোস্ট দিয়ে ব্লগের পরিবেশকে প্রায়ই বেসামাল করে দেয়ার চেষ্টা করা হয়।

সেই 'একটা' মামুলি পোস্টকে সরাতেই দেখা যায় অহেতুক অনেকের পোস্ট-রিপোস্ট দেয়া লাগে। মডারেটরবৃন্দও স্বীকার করে থাকেন প্রতিদিন এত এত পোস্ট আসে যে তাদের 'রিসোর্স' সেগুলোকে সময়মত সামাল দিতেও পারেন না। বিশেষ করে ছুটির দিন অথবা অফ টাইমে এটা এত বেশি হয় যে, মডারেটরদের হস্তক্ষেপের আগেই সেই উদ্দেশ্যমূলক পোস্টের কার্যসিদ্ধি হয়ে যায়। তাই স্বয়ংক্রিয় একটা ব্যবস্থা থাকা প্রয়োজন, যেটা ব্লগার তথা পাঠকদের সহায়তায় সম্ভব। কোন পোস্টে যদি মাইনাস ভোটিং প্লাস থেকে ২৫ বেশি হয়ে যায় তাহলে সাথে সাথে সেই পোস্ট প্রথম পাতা থেকে সরে যাবে এবং ব্লগার ওয়াচে চলে যাবেন।

যদি মাইনাস ভোট প্লাস থেকে ৫০ বেশি পড়ে তবে নিক সাময়িকভাবে বাতিল হয়ে যাবে। দুই ক্ষেত্রেই মডারেটর পরবর্তীতে বিষয়টা পুনর্বিবেচনা করবেন। আমার মনে হয় যেকোন পোস্টে যদি এতজন ব্লগারদের নেতিবাচক মতামতের আধিক্য হয়ে থাকে (শুধু মাইনাস নয় বরং প্লাস থেকে মাইনাসের পার্থক্য) সেটা কারো বা কোন গ্রুপের নিজস্ব চিন্তাধারার প্রকাশ হবে না বরং সেটা একটা সার্বজনী্নতা পাবে। ব্লগারদের কাছ থেকে এ ব্যাপারে আরো কিছু মতামত কিম্বা সমর্থন কাম্য। মূল পোষ্টের লিঙ্কঃ ব্লগজীবন ২ বৎসর পূর্তি...সাথে একটি প্রস্তাব...আপত্তিকর পোস্ট স্বয়ংক্রিয় ফিল্টার করা... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.