ছেলেরা প্রেম করে টাইট ফিট উচ্ছৃঙ্খল মেয়ে দেখে-কিন্তু বিয়েতে ঠিকই শৃঙ্খল, সুশ্রী মেয়ে চায়...
জমানার হাল হলো এই। প্রেমের জন্য, ইচ্ছামতো মজা লুটার জন্য চাই উলঙ্গ বুকের ধুপ্পর-ধাপ্পর টাইপ মেয়ে।
এ বয়স, চুরির আওয়াজ চায় না, নুপুরের গান চায় না, চায় শুধু সর্বছেড়া প্রদর্শণী। চায় একটু শান্তি। যৌনতায় বিলিয়ে দেয়া ভেজা দেহ।
কিন্তু মেয়েটা যদি একটু শালিন হয় তবে কি করে করা সম্ভব এসব। আর এসব ছাড়া আধুনিক যুগের মেয়েদের প্রেম চলে নাকি? চলে না, চলে না। তাই প্রেমের জন্য চাই খোলামেলা মেয়ে। যারা প্রথম দেখাতেই সব বিলিয়ে দেবে। কিন্তু বিয়ের বেলা কিন্তু ঠিকই চাই একদম ভাল একটা মেয়ে চাই।
এ জন্য বোধহয় ছেলের দল ভদ্র মেয়েটাকে ঘরের বউ করার জন্য প্রাণান্ত চেষ্টা চালায়। তারা আসলে এমন একটা মেয়েকে বউ হিসেবে চায় যার গুনে ঘরে শান্তি আসবে। পরিবেশ সুন্দর হবে।
কিন্তু যে মেয়ে নিজেই বাসায় ফিরে রাত ১০ টায় সে মেয়ে আবার ঘর সামলাবে কখন। আসলে এসব মেয়েকে দরকার শুধু প্রেমের জন্য, রাস্তার আড্ডার সঙ্গী বানানোর জন্য।
কখনো গিন্নি করার জন্য নয়।
আর সেই মেয়েটি, যে মেয়েটিকে আমরা বলি রুচিবান, ভদ্র। সে মেয়েটিকে চাই সুন্দর, সুখি দাম্পত্য জীবনের জন্য।
এই হলো প্রেম ও বিয়ের বেলা ছেলে ও মেয়েদের পছন্দের পার্থক্য। এবার মেয়ের দল ভেবে দেখ--তোমরা আসলে কোনদিকে যাবে।
মেয়েরা ছেলেদের পছন্দ করার ক্ষেত্রে কিন্তু ভদ্র ছেলেটাকেই পছন্দ করে।
বিশেষ দ্রষ্টব্য-আমি ছেলে হিসেবে খারাপ না। ছাত্র হিসেবে ভালই। দুই চান্সে সব কেলাস পাস দেয়ার পথে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।