আমাদের কথা খুঁজে নিন

   

পৈশাচিক অনির্বাণে গলিত উল্লাস

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। (অনেকদিন পর লিখলাম সামুতে। প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও লিখা হয়ে উঠেনি এতদিন। পড়ালেখার সমুহ ব্যস্ততাই এর কারণ। এখন লিখে প্রচন্ড ভালো লাগছে।) অন্ধকার গুহা থেকে উঠে আসা গলিত লাভা তোমায় পুড়িয়ে দেয় বিদগ্ধ দহনে কুয়াশা চাদরে ঢেকে দেয় তোমার কাঠ-কয়লা শরীর আমি উল্লাস করি অসুস্থ মস্তিষ্কে। নিঃশব্দ আলোয় দিকহারা অজস্র পোকা দিশেহারা মনস্তাপে পুড়ছে সবাই ভয়াবহ শব্দাহত গভীর জোছনা আমি উল্লাস করি অসুস্থ চেতনায়। রক্তে জমাট বাঁধে সাইবেরিয়ার বরফ শিরায় শিরায় বয়ে যায় দূষিত পারদ পেঁজা তুলোর মতন সমগ্র চেতনা আমি উল্লাস করি অসুস্থ যাতনায়। অলস দুপুরে স্মৃতির গলধঃকরণ সক্রেটিসের হেমলক আমার মস্তিষ্কে চুঁইয়ে চুঁইয়ে পড়ে গলিত মগজ আমি উল্লাস করি অসুস্থ মোহনায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.