আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমানে আমরা অনেকেই পোশাকের ব্যাপারে কুরআন ও হাদিসের সাথে ১৮০ ডিগ্রি কোণে চলছি

চলার পথ অনেক, সত্য পথ একটাই ১. পুরুষদের টাখনুর উপর ও নারীদের টাখনুর নিচে পোশাক পরা বাধ্যতামূলক । কিন্তু বাস্তবে পুরুষেরা গোড়ালির দুই আঙ্গুল নিচে প্যান্ট পরে ও নারীরা টাখনুর চার আঙ্গুল উপরে পোশাক পরে । আবু হুরায়রা (রা) বর্ননা করেন, “যে (পুরুষ) টাখনুদ্বয়ের নিচে কাপড় ঝুলিয়ে পড়া হল তা আগুনের মধ্যে জ্বলবে । । ” [বুখারী, আস-সহীহ, ৫/২১৮২] ২. এমন পোশাক পরা যাবেনা যার উপর দিয়ে শরীরের অঙ্গসমূহ স্পষ্টভাবে বুঝা যায় ।

কিন্তু এখন আমরা এমন পোশাক পরি যার উপর দিয়ে শরীরের উত্তল, অবতল, সমতল সকল অঙ্গ বুঝা যায় । “অনেক মানুষ পোশাক পরা অবস্থায় উলঙ্গ থাকেন, অর্থাৎ তাঁর পোশাক পাতলা বা স্বচ্ছ হবার কারনে সতর আবৃত হয়না । । ” [হাইসামী, মাযমাউয যাওয়াইদ ৫/১৩৬] “দুনিয়ার অনেক সুবসনা সজ্জিতা নারী আখেরাতে বসনহীনা(বলে বিবেচিত) হবে । ।

” [বুখারী-১/৩৭৯, ৫/২২৯৬, ৬/২৫৯১] ৩. পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে । কিন্তু অনেকেই হাঁটুর উপর হাফ প্যান্ট পরে থাকে এবং ম্যাক্সিমাম ছেলেই নাভির নিচে প্যান্ট পরে । “ঊরু আবৃতব্য গুপ্তাঙ্গ । । ”(সহীহ) [তিরমিযী, ৫/১১০; আলবানী, সহীহুত তারগীব ২/৭৮৮] ৪. নারীদের সারা শরীর(মুখমণ্ডল ও হাতের তালু বাদে এই নিয়ে মতভেদ আছে) অবশ্যই ঢেকে রাখতে হবে ।

কিন্তু বর্তমানে শরীরের ৫১.৫% খোলা থাকে । “নারী ‘আউরাত’ বা আবৃতব্য গুপ্তাঙ্গ । ”(সহীহ) [তিরমিযী-৩/৪৭৬; ইবনে খুযাইমা-৩/৯৩; ইবনে হিব্বান-১২/৪১২-১৩] ৫. বক্ষদেশের উপর ওড়না এমনভাবে দিতে হবে যেন বক্ষদেশ প্রকাশমান না হয় । কিন্তু এখন অনেকেই ওড়নাকে বক্ষদেশের একপাশে ঝুলিয়ে রাখে । অনেকেই আবার গলায় প্যাঁচ দিয়ে শরীরের পিছনে ফেলে রাখে ।

ফলে বক্ষদেশ পুরোটায় উন্মুক্ত রাখে । "হে নবী !তোমার স্ত্রীগণ ,কন্যাগণ এবং মু'মিন মহিলাদেরকে বলে দাও ,তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আঁচল ঝুলিয়ে দেয় । এতে তাদেরকে চিনতে পারা যায় ও ফলে তাদেরকে উত্যক্ত করা হবেনা । আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু । "(আহযাব :৫৯) ১. এগুলো কি একজন প্রকৃত মুসলমানের পোশাক ? ২. এই সকল পোশাক পরে কিভাবে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি? আসুন আমরা কুরআন-সুন্নাহ ভিত্তিক পোশাক পরি ।

আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে থাকার তাওফিক দান করুন । আমীন । সংগ্রহ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.