A National Weekly Newspaper বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন,‘‘এ সরকার বাইরের রাষ্ট্রকে ভয় পায়। ভারত-বাংলাদেশ সীমান্তে আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করা হচ্ছে। অথচ এর প্রতিবাদ না করে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে। ’’
বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জমির উদ্দিন সরকার বলেন,‘‘ যারা বিদেশকে ভয় পায় তাদের হাতের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
’’ তিনি বলেন, ‘‘আমি যখন উপ-রাষ্ট্রপতি ছিলাম তখন ভারতের যশোবন্ত সিং কে সীমান্ত হত্যাকাণ্ড সম্পর্কে বলার পর তিনি তা বন্ধ করেন। সে সময় বিএসএফ বাংলাদেশি একজনকে হত্যা করলে বিডিআর তিন ভারতীয়কে হত্যা করতো। আমাদের পররাষ্ট্রনীতি শক্তিশালী ছিল বলেই আমরা তা করতে পেরেছি। ’’ আ.লীগের সমালোচনা করে তিনি বলেন,‘‘আ.লীগের হাতে এ দেশ নিরাপদ নয়। একমাত্র বিএনপিই পারে দেশের মানুষকে মুক্তি দিতে।
’’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘‘ আমরা নির্বাচন করতে প্রস্তুত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি শতকরা ৯০ ভাগ আসন পেয়ে নির্বাচিত হবে”। মহানগর বিএনপির ডাকে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব সহ বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সভার সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।