আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে ভবন হেলে পড়েছে আরেকটির উপর

রোববার বেলা সাড়ে ৩টার দিকে ভবনটি হেলে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা হেলে পড়া ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেন।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, নগরীর বটতলা-হাতেম আলী কলেজ সড়কের করিম কুটির এলাকার শেখ নিবাস ভবনটি হেলে পাশের ভবনে গিয়ে ঠেকেছে। তবে ওই ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ভবনের মালিক নুরুল ইসলাম মিয়া থাকেন।

এছাড়া মেস, প্রগতি, সন্ধানী ও প্রাইম ইন্সুরেন্স কোম্পানির অফিস রয়েছে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ৩টা ৪০ মিনিটে তারা ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান। ওই ভবনের সকল বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করেছেন।  
স্থানীয় বাসিন্দা চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু জানান, পুকুর ভরাট করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
খবর পেয়ে সিটি মেয়র শওকত হোসেন হিরনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।