আমাদের কথা খুঁজে নিন

   

পিকে বাবা হবেন

খুব শীগগিরই মা হতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপস্টার শাকিরা। ৩৫ বছর বয়সী এ গায়িকা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এবারই প্রথম গর্ভধারণ করছেন তিনি। শিশুর পিতা তার ছেলে বন্ধু স্পেনের বিশ্বকাপ ফুটবল তারকা জেরার্ড পিকে। নিজের থেকে ১০ বছরের কম বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন গত বিশ্বকাপের সময় থেকেই।

সম্প্রতি নিজের গর্ভধারণের কথা ভক্তদের জানান শাকিরা। তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে জেরার্ড ও আমি দু’জনেই আমাদের প্রথম শিশুর আগমনের প্রতীক্ষায় আনন্দিত। “ বার্সিলোনার এ ফুটবল তারকার সঙ্গে গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করলেও জনসম্মুখে তাদের রোমান্সের কথা প্রথম প্রকাশিত হয় গত বছর। টুইটারের প্রেমিকের ছবিসহ নিজের ছবি ছেড়ে প্রেমের কথা নিজেই স্বীকার করেন শাকিরা। জেরার্ড পিকের আগে অবশ্য দীর্ঘ ১১ বছর আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের পুত্র অ্যান্তোনিও দে লা রুর সঙ্গে প্রেম করেন শাকিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.