সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্যে দেখা যায়, একজন দেবতা শিবের পোশাক পরে দুজন বোরখা পরিহিত মহিলাকে রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছে। এ ধরনের দৃশ্য শুট করার কারণে তৎক্ষণাৎ ওই সিনেমার ইউনিটের বিরুদ্ধে থানায় একটি মামলা করে চাঁদনি চকের বাসিন্দারা। তাদের অভিযোগ-- এই ধরনের দৃশ্যেও শুটিং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
প্রথমে পুরো বিষয়টিকে কোনো ধর্মীয় দলের কাজ ভেবেছিলেন এলাকাবাসী; কিন্তু পরবর্তীতে ক্যামেরার উপস্থিতি দেখে তারা বিষয়টি নিয়ে খোঁজখবর করেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, দেবতা শিবের পোশাক পরা লোকটি এক পর্যায়ে এলাকার দাঙ্গাবাজদের কবলে পড়েন।
কিন্তু ঐ মুহূর্তে এলাকায় একজন দায়িত্বরত পুলিশ থাকায় তিনি ঐ লোক এবং সঙ্গের দুই নারীকে কোতোয়ালী থানায় নিয়ে যান।
সিনেমার কলাকুশলীরা জানান, এটি একটি স্বপ্নের দৃশ্য ছিল। আর তাদের কাছে শুটিংয়ের অনুমতির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র আছে। কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী তখন থানা ঘিরে ফেলে এবং সেøাগান দিতে থাকে।
এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা ভারতের আইন অনুযায়ী এই অভিনেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।
”
প্রথমে যদিও ধারণা করা হচ্ছিল, মামলাটি দায়ের করা হয়েছে আমির এবং সিনেমার পরিচালক রাজকুমার হিরানির নামে, কিন্তু সম্প্রতি কর্তব্যরত একজন পুলিশ অফিসার জানিয়েছেন, মামলায় তাদের নাম দেওয়া হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।