প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল খবর এখানে
মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের দক্ষিন আফ্রিকা সফর
বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী বেশ ক'জন!
বার্সেলোনার সাথে এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কোচ পেপ গার্দিওলার। নতুন করে চুক্তি করবেন কিনা, এই ব্যাপারে কোন আশ্বাস এখনো দেননি গার্দিওলা। কিন্তু ফুটবলবোদ্ধাদের মতে বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন গার্দিওলা। প্রশ্ন শুধু চুক্তির মেয়াদ কতদিনের হবে।
অন্যদিকে বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম সেরা অস্ত্র জেরার্ড পিকে গত কিছু সপ্তাহ ধরে দলে আসা যাওয়ার মধ্যে আছেন।
লা লীগায় রিয়ালের বিপক্ষের গত শনিবারের এল ক্ল্যাসিকোতে মূল একাদশে জায়গা হয়নি, পিকের।
গার্দিওলার সাথে তার সম্পর্কের অবনতি হয়েছে এই গুজবের প্রসঙ্গে সাংবাদিকদের কাছে মুখ খোলেন পিকে। পিকে বলেন, "গার্দিওলাকে (বার্সেলোনায়) ধরে রাখতে আমি আমার হাত আগুনে রাখতে পারি। যদি কারো কোন সন্দেহ থাকে, তাদের বলছি গার্দিওলার সঙ্গে আমার বোঝাপড়াটা এখনো অসাধারণ। আমরা লোকের ভাবনার চাইতে বেশি কথা বলি।
"
"সাইড বেঞ্চে বসে থাকাটা আমার জন্য নতুন অভিজ্ঞতা, কিন্তু এটা কোচের সিদ্ধান্ত এবং আমার সেটার প্রতি শ্রদ্ধা আছে। পেপ সবসময়ই আমার ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন, একদম শুরুর বছর থেকে। কিন্তু আমি এই পন্থা পছন্দ করি, মানুষজন ভুলে গেছে আমি এবং পেপ একই সময়ে মূলদলে যোগ দেই, তাই আমরা দুইজনই এই অসাধারণ যাত্রার অংশ। "
"আমি সুনিশ্চিত যে গার্দিওলা তার এই চাকরি (বার্সার কোচ হিসেবে) চালিয়ে যাবেন কারন তিনি এই ক্লাবকে ভালোবাসেন এবং এই চাকরিকে। "
পিকে গত এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার পরাজয়ের মধ্য দিয়ে লা লীগার শিরোপা একপ্রকার নিশ্চিত হাতছাড়া হওয়া প্রসঙ্গে সমালোচকদের বক্তব্য প্রসঙ্গে বলেন, "আমরা, এই দলটি, অনেক জিতেছি এবং অনেক প্রশংসার দাবীদার।
লোকজন খুব দ্রুতই বলতে শুরু করেছে যে, আমরা শেষ হয়ে গেছি কিন্তু এই দল গত সম্ভাব্য ১৬ টি ট্রফির ১৩ টিই জিতেছে। তাই আমি মনে করি আমাদের আরো বেশি শ্রদ্ধা পাওনা। "
এদিকে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এর মতে গত বছরের বার্সেলোনাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা এই মৌসুমের বার্সার খেলার মাঝে। এমনকি তিনি মনে করেন, চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে চেলসি অঘটন ঘটিয়ে ফাইনালে চলে যেতে পারে।
ওয়েঙ্গার বলেন, "এবারের বার্সেলোনা যেনো গতবারের বার্সেলোনা নয়।
তারা ডেভিড ভিয়াকে মিস করছে, যে কিনা তাদের অন্যতম গোলদাতা। মেসিকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। তবুও এখনো সে বিপদজনক, যদিও তাকে আগের মতো ধারালো মনে হচ্ছেনা। "
সেমিফাইনালের দ্বিতীয় লেগ সম্পর্কে তিনি বলেন, "চেলসির জন্য এটা অসম্ভব নয়। তারা সেখানে তাদের প্রথম লেগের দারুন ফলাফল নিয়ে যাচ্ছে (১-০ গোলে জয়), এবং তারা যদি সেরকম কিছু করে দেখাতে পারে তবে তাদের সম্ভাবনা আছে।
বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা কিন্তু চেলসিকে হারানোর ব্যাপারে নিঃসন্দেহ। তিনি বলেন, "আমার কোনো সন্দেহ নেই যে খেলোয়াড়রা ফিট আছে। আমরা যদি লন্ডনের মতো একইরকম সুযোগ আবার তৈরী করতে পারি, তবে আমাদের জন্য স্কোর না করাটা খুব কঠিন হতে যাবে। "
আজ রাতে চেলসির সাথে মুখোমুখি হবে বার্সেলোনা।
মূল খবর এখানে
শিলিংফোর্ডে এগিয়ে ওয়েষ্ট ইন্ডিজ
বাংলাদেশ দলের না যাওয়াতে হতাশ হোয়াটমোর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।