হাল জুড়েছে গাঁয়ের চাষী একহাটু জল বিলের বুকে টাপুর-টুপুর বৃষ্ঠি পরে ; পাশেই ডোবা লতায় পাতায় বুনো পোকায় বাঁজায় বাঁশী জলে কাদায় মাখা-মাখি আশায় ভরা স্বপ্ন-ঘুড়ি, ডাক দিয়ে কয়,---- "বেলা-গে-ল-- কই'গ ণূরী--- তামাক-টা-কই ? আগে পাঠাও" বাড়ীর পাশে পূবে'র বিলে পূবে'র বিলেঃ লাঙ্গল ফোঁড়ে হচ্ছে জমি চাষ মাঞ্জা সুতায় মাখছি বার মাস ; ঝিঁ-ঝিঁ'র দুপুর বিলের মাঝে বৃক্ষ-বিটা উড়ছে ঘুড়ি উড়ছে ঘুড়ি, হৃদয় মাঠে স্বপ্ন আমার সুপ্ত মেঘের ঘুম যখন তখন ঝরতে পারে নিতে ঘাসের ঊম ; ছয় পবনের বারোটি মাস শ্যামল সোনার গাঁ, এই মাটি'ই আমার মা ! তোর আচঁলের জোড় বাঁধনে লাঙ্গল ধরি শক্ত হাতে ক্ষেতের ফসল ওঠলে এবার উঠোনটা দোর রাঙ্গীয়ে দেবো তোর মতো মা অনেক আদরে ; তোর দোরে মা ভোর ফোটাবো ! আমার ঘামের সব সে কুসুম সোনালী রোদ সব আধাঁরে ছড়িয়ে দেবো মুঠো মুঠো ভরে ; একটু খানিক হাসিস'রে মা আসিছ'রে তুই বারোটি মাস ছোট্র চালা খোলা আকাশ এই যে আমার আসীম সুনীল প্রদ্বীপ জ্বলা ঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।