আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের সুপ্ত অভিনয় প্রতিভা!

বুকের ভেতর বহুদূরের পথ.........
কুন হালায় কইছে ছেমড়ার প্রতিভা নাই? ভাবতাছেন অয় তো ক্রিকেট খেলে, অভিনয়ডা দেহাইলো কখন? ......সবুর, সবুর। | | আছে, পোলার প্রতিভা আছে। খেয়াল কইরা দ্যাখেন, খেলার ক্রিটিকাল টাইমে পুরা দামড়ার মত শট খেইলা আউট হওয়ার পর অয় যহন প‌্যাভিলিয়নে ফেরত আহে- ঠিক ঐ টাইমডা। পুরা টাইমডাতেই চরম অভিনয় দেহাইতে থাকে আমাগো 'আশার বাল', হলিউড-বলিউড-ঢালিউড সব ফেল! বিজ্ঞাপনের জ্বালায় মাঝে মাঝে মিস করি কিন্তু যেটুক দেখছি তার সার সংক্ষেপ: - আরে! এইডা কী হইলো!! কী করলাম!!! (সাথে প্রবল মাথা ঝাঁকানি, মনে হয় জানি এই প্রথম কামডা করছে) - ব্যাট দিয়া দ্যাখানি, আরে! এই ভাবে মারলেই তো হইতো। এই.....এই যে................. এই ভাবে।

(তুমি যে কত ব্যাট চালাইবার পার সেইটা তো ১৪১ ম্যাচ খেইলা তুমার ২৩ রানের এভারেজই বইলা দিতাছে) হালায় ব্যাট চালান শিখায়!! - হতাশার ভঙ্গী, ক্যান যে এরকম করলাম! (হাছা কথা, তুমি যে ক্যান প্রতিবারই এই রকম কর সেইটাই এই জাতি তুমার কাছ থিকা জানতে চায়) - ব্যাটের বিভিন্ন অংশ-বংশ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা, জানি ব্যাটটাই যত নষ্টের গোড়া। ইস!! ব্যাটের এই জায়গায় যদি আরেকটু কাঠ থাকতো, তাইলেই তো বল স্টেডিয়াম পার হইয়া যায়! ..........না কইরাই বা কী করবো। ব্যাটিং দিয়া তো আর আম জনতার মন ভরাইতে পারেনা, তাই অভিনয় দিয়া যদি পুষাইয়া দেওয়া যায়। কেন আশরাফুলকে বাংলাদেশ দলে দেখতে চাইনা এক সময় আশরাফুলই আছিলো নবীন ক্রিকেটারগো রোল মডেল। এখনো যে নাই তা না।

উটুলের মত অনেকেই বাংলাদেশের ক্রিকেট বলতে আশরাফুলরেই বুঝে। কিন্তু এই আশরাফুলই নেক্সট জেনারেশনের ক্রিকেটারগো মধ্যে একটা খারাপ উদাহরণ তৈরী করতাছে। দ্যাশের হইয়া খেলতে যে কতটা 'কমিটমেন্ট লেস' হওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ এই বলদ। মাঝে মাঝে দুই- চাইর রান করলেও কার্ডিফের মত সেই রকম খেলা আর জীবনেও দেহাইতে পারবোনা। যেমন আত্নবিশ্বাস গেছে, তেমনি গেছে ভাল কিছু করার ইচ্ছা।

ট্যালেন্ট তো কোনদিনই আছিলোনা (উটুলের মত সাংবাদিকগো কলমে ছাড়া)। নিতান্তই মাঝারি মানের একটা ব্যাটসম্যান, বহুদিন ছড়ি ঘুরাইলো সবার উপর দিয়া। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন যুগ শুরু করতে হৈলে এই বলদডারে যত তাড়াতাড়ি বাদ দেয়া যায় ততই মঙ্গল। (গত ওয়ানডেতে ওর আউট হওয়ার পর সাকিবের রিয়াকশনডা খেয়াল করেন) শেষ কথা: আজকের খেলায় আশরাফুল সেন্চুরী করলেও আমার বক্তব্য একই থাকবো। এই হালারে বহুত দেখছি, খাদের কিনারায় আইসা একটা দুইডা 'হাফ' বা ৩০/৪০ মাইরা আবারো ফাতরামী আরম্ভ করবো।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.