দেখবেন নাকি একবার ব্যবহার করে :)
কার কাছে যেন শুনেছিলাম সকল বাঙ্গালীর মধ্যে কিছুটা হলেও কবি ভাব আছে/থাকে।
আমার কথা টি সত্যি মনে হয়েছে। কারণ, মনে আছে, খুব ছোট বেলায়, আমি একবার আমার স্কুলের খাতার পিছনে ২ লাইনের একটা কবিতা লিখেছিলাম (যতটুকু মনে পরে তা ছিল প্রেমের কবিতা )। যাকিনা আমার শ্রদ্ধেয় মাস্টমশাই পরে খুব হেঁসে ছিল, আর আমি লজ্জায় কবিতা লেখা ছেড়ে দিলাম।
আপনারা হয়ত বিশ্বাস করবেন না, আমার খুব হিংসা হয় কবি, সাহিত্যিকদের।
আমার সব সময় মনে হয, অর্থিক দিক থেকে তারা খুব বেশি সুবিধা করতে না পারলেও তাদের লাইফ স্টাইলে রয়েছে অন্য ধরনের ছন্দ, তারা আমাদের চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। খুব ইচ্ছে করে তাদের মত কাঁধে চটের ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে। হয়ত একদিন সব কিছু ছেড়ে, ছুড়ে ফেলে দিয়া বেড়িয়ে যাব অজানার পথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।