আমাদের কথা খুঁজে নিন

   

গুহার ভেতর

আমাদের চোখ থেকে দীর্ঘ নিদ্রা, কুয়াশা আর অন্ধতা সরিয়ে ফেলতে পারছি না। কত রকমের মন্ত্র আজ যন্ত্র করে রাখে আমাদের! গুহার ভেতর আমাদের বিস্তার, নিস্তার হবে কীভাবে? নিজের কণ্ঠ নিজে জাগিয়ে তুলতে পারিনা--পরের কথায় বিশ্বাস রেখে আকুল হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি! সহানুভূতিপ্রবণ হতে গিয়ে পছন্দ ও অপছন্দ থাকছে না। শুধু মুগ্ধতার বশে--অংক কষা ভুলে যাচ্ছি! কিন্তু আমাদেরও যে চিত্ত আছে--আমাদেরও বিবেকবুদ্ধি আছে--আমাদেরও হৃদয়তন্ত্রী আছে, সেসব কি ভুলে যাবো? স্বভাবসৌন্দর্য আত্মদৃষ্টি দিয়ে কি দেখতে পারি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।