নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন পাটসহ ৫০০ প্রজাতির উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছি আমরা । সাড়া বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে দেখেছে আমাদের দেশের বিজ্ঞানীদের কীর্তি... আমরা দেখিয়ে দিয়েছি- অপ্রতুল সম্পদ আর সীমিত সুযোগের মাঝেও আমরা বিশ্বমানের গবেষণায় সাফল্য অর্জনের যোগ্যতা রাখি । এই সাফল্যের জন্য আমরা গোটা জাতি গর্বিত । হৃদয় থেকে ধন্যবাদ জানাই এর পিছের মানুষগুলোর অক্লান্ত প্রচেষ্টাকে, যা ৫ বছরের কাজকে এক বছরে সমাপ্ত করে এনেছে... বিশেষভাবে ধন্যবাদ জানাই কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে, যার আন্তরিক উদ্যোগের ফলেই এমন দরিদ্র দেশে এমন একটি উন্নতমানের ও ব্যয়বহুল গবেষণা পরিচালনা সম্ভব হয়েছে । নাটের গুরু অধ্যাপক মাকসুদুল আলম স্যারকে ধন্যবাদ দেয়ার কিছু নেই, শুধু একবার প্রণাম করার ইচ্ছে রাখি । আজই শুনলাম পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংক রাজি হয়েছে । এটিও অনেকদিনের অপেক্ষিত একটি সুখবর । আজ শুরু হচ্ছে বাংলাদেশ দলের এবারের টি-২০ মিশন । বাংলাদেশ দল কি পারবে আমাদেরকে আরেকটি খুশীর উপলক্ষ এনে দিতে? পারবে কি একটিবার চ্যাম্পিয়ন হয়ে দেখাতে? টাইগারদের জন্য এটি অসম্ভব কিছু নয়, ভাগ্য সহায় থাকলে আর ভালো খেলতে পারলে বাংলাদেশ বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে । এখন শুধুই অপেক্ষা... অপেক্ষা আরও একটি সুখবরের, অপেক্ষা আরও একবার উল্লাসে ফেটে পড়ার... GO TIGERS! TIME TO BE A CHAMP!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।