পৌষের শীতে মুড়ি দেয়া পোটলায় এদিক ওদিক কে যেন তাকায় নাম তার হবে দিতে ভেবে পেরেশান ওযে আমার খুকু সোনা ,শ্রেষ্ঠ দান অবশেষে ঘেঁটেঘুঁটে খুজলাম মেলা বন্ধ খাতা বন্ধ বই নাম নিয়ে খেলা আঁকিবুকি করলাম রাতদিন ধরে ধূর ছাই কোন নামেই মন না ভরে, আদর নেবে বলেইতো সে পৃথিবীতে! নাম খুজে রাখলাম আদৃতা তাইতে বুকের কোনে হাজার নামের ভীড়ে ঠাঁই নিয়েছে অনেক আদর ঘিরে ইশারায় কাছে ডাকে আধো আধো বোলে চুমু খেয়ে দুগাল জুরে নেই তারে কোলে ছোট্ট আদর বড় হবে কথায় নয় কাজে একদিন ফোটাবে হাসি অনাহারির মাঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।